লিও তলস্তয়ের হাজী মুরাদ: জার রাশিয়ার উপনিবেশ ও বিশ্বাসঘাতকতার আখ্যান
লেভ লতস্তয়ের জীবনের বিচিত্র অধ্যায়গুলো তাকে দিয়ে বিচিত্র সব লেখা লিখিয়ে নিয়েছে। একদিকে তার হাত থেকে যেমন আমরা পেয়েছি ওয়ার এন্ড পিস, আনা কারেনিনা, অন্যদিকে ইভান ইলিচের মৃত্যু, কসাক-এর মতো উপন্যাসিকাও লিখেছেন তিনি। নৈতিক গল্প তো লিখেছেনই সেইসঙ্গে শিশু-কিশোরদের জন্যও দুহাত ভরে লিখেছেন। তবে কসাক-এর মতোই তলস্তয়ের হাজি মুরাদ নামে আরেকটি উপন্যাসিকা আছে। আকবর উদ্দিনের … বিস্তারিত পড়ুন