দিপু চন্দ্র দেব
হুমায়ূন আহমেদের কথাসাহিত্যের মতো তার ভ্রমণগদ্যও একইরকম চাঞ্চল্যকর অভিজ্ঞতা বা চমকপূর্ণ ইনসাইটে পূর্ণ। তিনি তার উপন্যাস ও গল্প নির্মাণে যেমন তার বিচিত্র পাঠ-অভিজ্ঞতা ব্যবহার করতেন অনায়াসে তেমনি তার ভ্রমণ থেকে প্রাপ্ত তথ্য, প্রকৃতিদর্শনকেও ব্যবহার করতেন। তিনি আর নতুন কোনো ভ্রমণে যাবেন না, ফলে আমরা সেসব নিয়ে তার লেখাও পাব না। তার ছয়টি ভ্রমণবইকে একত্রিত করে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে “ভ্রমণসমগ্র” নামে। দুই মলাটের ভেতর সব বই পেয়ে যাওয়া এক দারুণ প্রাপ্তি।
মেয়েটির কান্না যারা পরিবার ছেড়ে পরবাসে যান, তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। হুমায়ূন আহমেদ কী আশ্চর্য প্রতিভায় আন্নি নামের ছোট্ট মেয়েটির মাধ্যমে এই দুঃখবোধটিকে প্রকাশ করে দিলেন! তিনি এরকমই ছিলেন।
বইগুলো হলো, “পালের তলায় খড়ম”, “রাবণের দেশে আমি এবং আমরা”, “দেখা না-দেখা”, “মে ফ্লাওয়ার” “যশোহা বৃক্ষের দেশে।” এবং “হোটেল গ্রেভার ইন”। তার লেখা কীরকমভাবে পাঠকদের আকর্ষিত করতে পারে এবং একইভাবে মানবিক আবেগকে ফুটিয়ে তুলতে পারে তার একটি উদাহরণ দেখতে পারি আমরা, লেখাটির নাম “আন্নির গল্প” সাড়ে সাত বছরের মেয়ে আন্নি যাবে ইস্তাম্বুল কামাল আতাতুর্কের জন্মদিন উপলক্ষে, কিন্তু তার কান্না থামছে না,
“মেয়েটির বয়স সাড়ে সাত বছর। তার গায়ে টকটকে লাল রঙের ফ্রক। মাথার চুলে লাল রিবন। হাতে লাল রঙের ছোট্ট হ্যান্ডব্যাগ। মেয়েটি একা এয়ারপোর্টের লাউঞ্জে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে কাঁদছে। একটু দূরে তার বাবা-মা। এই দ’জনও মেয়ের কান্না দেখে চোখ মুছছেন।
মেয়েটি সবাইকে ছেড়ে একা একা যাচ্ছে ইস্তাম্বুল। কামাল আতাতুর্কের জন্মদিনে সারা বিশ্বের শিশুরা নাচগান করবে। মেয়েটি বাংলাদেশের প্রতিনিধি।
বালিকার কান্না দেখে এক পর্যায়ে তার মা বললেন, আমার মেয়ে যাবে না। আমি তাকে ছাড়ব না।”
মেয়েটির কান্না যারা পরিবার ছেড়ে পরবাসে যান, তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। হুমায়ূন আহমেদ কী আশ্চর্য প্রতিভায় আন্নি নামের ছোট্ট মেয়েটির মাধ্যমে এই দুঃখবোধটিকে প্রকাশ করে দিলেন! তিনি এরকমই ছিলেন। ক্ষুদ্র ক্ষুদ্র মানবিক বিষয়গুলো কখনওই তার দৃষ্টি এড়াত না, তাই তিনি বাঙালির পরম প্রিয় হয়ে উঠেছিলেন, আছেন এখনও।
যারা ভ্রমণসাহিত্য পড়তে ভালোবাসেন, যারা হুমায়ূন আহমেদের লেখা পছন্দ করেন তাদের সবার জন্যে আনন্দের রসদ দেবে বইটি।
ভ্রমণসমগ্র
লেখক: হুমায়ূন আহমেদ
বিষয়: ভ্রমণ
প্রকাশকাল: ২০২০
প্রকাশক: অন্যপ্রকাশ
দাম: ৭০০ টাকা ২০% ছাড়ে বাহিরানাতে ৫৬০ টাকা।
বইটি কিনতে চাইলে: