ইতিহাস, অর্থনীতি ও দর্শন বই সূচীপত্র বিভাগ থেকে কিনুন আপনার পছন্দের ইতিহাস, অর্থনীতি ও দর্শন বিষয়ক বইগুলো। মানসম্পন্ন প্রকাশনীগুলো এবং গুরুত্বপূর্ণ লেখকদের বই একসঙ্গে রয়েছে এখানে।
ক্রয়ের জন্য সব ইতিহাস, অর্থনীতি ও দর্শন বই একসঙ্গে 🛒
ইতিহাস, অর্থনীতি ও দর্শন বইয়ের বিভাগসমূহ
ইতিহাস বই
অর্থনীতি বই
দর্শন বই
ইতিহাস, অর্থনীতি ও দর্শন বই নিয়ে কিছু কথা
ইতিহাস, অর্থনীতি ও দর্শন বইগুলোর ক্রেতারা সেই গোত্রের মধ্যে পড়েন যারা একটি নির্দিষ্ট বিষয়ে বিশদ জেনে সেই জানাকে আরো বিস্তৃত করতে চান। যারা পড়ার আনন্দের জন্যই পড়েন না, এর থেকে বেশিকিছু ধারণ করেন। অসংখ্য গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হচ্ছে ক্ষেত্রগুলোয়, বাহিরানায় সেই বইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও সেরা বা শ্রেষ্ঠ ইতিহাস বই, অর্থনীতি বই ও দর্শন বইটি পাঠকদের কাছে পৌঁছে দিতে চায়। এই বইগুলোর লেখকেরা ঘরানাগুলোর ডিসিপ্লিন বিষয়ে জানেন, অনেক ক্ষেত্রেই তাতে বিশেষজ্ঞ, ফলে তাদের বিষয়েও পাঠকেরা জানেন অনেক ক্ষেত্রেই, তবে কিছু লেখক নতুনও হতে পারেন। তাই চিরায়ত ও সাম্প্রতিক বইগুলোর সাক্ষাৎ পাই আমরা, যা অতীতে একটি অর্থনৈতিক সমস্যা কী ছি ও বর্তমানে এর মতোই বা অন্যরকম একটি অর্থনৈতিক সমস্যায় কী করা উচিত, তা ইতিহাস, অর্থনীতি ও দর্শন ঘরানার শ্রেষ্ঠ বইগুলো এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বইগুলো পাঠকদের জানায়। এই সবকিছুতেই ইতিহাস জড়িত।
ইতিহাস বই
ইতিহাস হলো তার গোত্রনাম, এর মধ্যে সাহিত্য ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, বৈশ্বিক ইতিহাস, মানব সমভ্যতার ইতিহাস, অর্থনীতির ইতিহাস, রাজনীতির ইতিহাস, মানুষের, বস্তুর ইতিহাস ইত্যাদি শাখা জড়িত। বলা যায় সময়ের মধ্যে বাস করা আমরা ও আমাদের আশেপাশের বস্তুবিশ্বের সমস্ত কিছুই এর অংশ। এই ইতিহাস বইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণগুলো বাহিরানায় শুধু বিক্রিই করা হয় না, সেই বইগুলোর উপর গভীর আলোচনাও প্রকাশিত হয়। আমাদের বাংলাদেশে বই বিক্রি করা হয় ক্রেতার উপর ভিত্তি করে, কিন্তু আমরা ক্রেতাদের তাদের কিনতে চাওয়া বা কিনতে না চাওয়া বইগুলো কেমন, তার উদ্দেশ্য বা গঠনই কেমন, মোট কথা বইটি ক্রেতাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে কীনা তা আলোচনার মাধ্যমে জানাই। এতে তারা বুঝতে পারেন বইটি কিনবেন কী কিনবেন না, বা কেন কিনবেন।
অর্থনীতি বই
অর্থনীতি বইয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এরও বিভিন্ন শাখা রয়েছে। আবার অর্থনীতি বিষয়ক শেষ্ঠ বই যেমন রয়েছে তেমনি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির বইও রয়েছে। ক্রেতাদের জন্য সেই বইগুলোর আলোচনা প্রকাশ করি আমরা, অবশ্যই আমরা যে বইগুলোকে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মনে করি। আর যে বইগুলোর উপর আলোচনা নেই সেগুলো দুই ভাবে বিভক্ত, হয় বইটির উপর যেসব আলোচনা ইতোমধ্যেই রয়েছে সেগুলো ক্রেতাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে, নয় বইটি এতই সাম্প্রতিক যে বইটির উপর আমারা ভবিষ্যতে আলোচনা প্রকাশ করব, কিন্তু প্রাথমিকভাবে বইটি ক্রয়যোগ্য এবং ভালো তাই আমারা এটিকে বিক্রয় করার জন্য রেখেছি।
দর্শন বই
এই ঘরানার বই উপরোক্ত দুইটি ঘরানার মতোই স্বতন্ত্র, তবে সবচেয়ে কম বই প্রকাশিত হয় বাংলাদেশে। বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ তাত্ত্বিকদের লেখা বই, সেগুলোর অনুবাদ ও তাদের তত্ত্ব বোঝানোর জন্য বাংলায় বিভিন্ন বই প্রকাশিত হয়। অন্যদিকে মধ্যযুগের বাংলার মধ্যযুগের বিভিন্ন দর্শন সম্প্রদায়ের দর্শন বাংলা নিজস্ব, তাদেরর দর্শনের উপর বই প্রকাশিত হয়। বাহিরানায় সেই বইগুলোর উপর আলোচনা প্রকাশিত হয়, ক্রেতারা বইগুলো কেনার আগে বুঝতে পারেন বইগুলো কেমন।
বাহিরানায় বিক্রি হওয়া বইগুলোর রিভিউ থাকুক বা না থাকুক কিন্তু বইটি কেমন তা সম্পাদকরা আগে যাচাই করেন। প্রতিটি বই অর্ডার পাওয়ার পর হোম ডেলিভারির ব্যবস্থা করা হয় দ্রুততম সময়ে। ক্যাশ ইন ডেলিভারির ব্যবস্থা থাকে, বা ক্রেতারা যেভাবে চান কিনতে পারেন।
